বিশ্বাসের মাত্রা(২০১৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০১-২০২৩
==================
ওই ষোল চুঙ্গার কুঁড়ি বুদ্ধি
একশ বুদ্ধির গলায়দড়ি,
এক বুদ্ধির দরকার হয় না
বুদ্ধি বেইচা সব যে করি।


খেক শিয়াল যে খুবই চতুর
প্রিয় নয় সবাই জানি,
চালাক বন্ধু বিপদে ফালায়
আদরে কাছে না টানি।


কুকুরটা যে বিশ্বাস প্রবন
আলাভোলা যে ডাকি,
শরীর খানি হেলায় দুলায়
ঘরের দরজায় রাখি।


তারে মনিব যখন ডাকমারে
লেজ নাড়িয়ে আসে,
পায়ের কাছে লেজ উচিয়ে
মনের কথা সব খসে।


কি ভক্তিশ্রদ্ধা মালিকের প্রতি?
কুকুরটা যে ঘুরে ফিরে,
আলতো করে প্রভুর প্রতি সে
আদরে সে মাথা নাড়ে।


কোথায় গেলি ওরে ভোলা,
দুষ্টুমিতে করিস খেলা,
আয় না কাছে আয় না পাশে
কর না একটু খেলা।


চালাকের চেয়ে বিশ্বাসী প্রাণ
অনেক বেশি দামি,
প্রভুর প্রতি বিশ্বাস অর্জনে
মিশতে চাই আমি।