সোনার দেশে ডুকছে বাদঁর-
    কে তাড়াবে তাকে?
যাকে ভাবি দেশের মোড়ল
   সে নিজের মত চলে।


শুয়োর ডাকে বাদঁর নাচে-
    শকুন নাচে আকাশে,
সত্য কথা প্রকাশ করলেই
    মোড়ল কেন ক্ষ্যাপে।


বিশ্বাস করে বসাইলাম চেয়ারে-
    মনে চায়না ছাড়তে চেয়ার,
যে যার মত আইন কর
    স্বার্থ সিদ্ধি কর তাহার।


বিশ্বাস করে মেয়ে দিলাম-
  আপন ভাইগ্নার কাছে,
সে মামার মাথা বিক্রি করে
    গাছের মূল খোচে।


মসনদ দেখে আসন ঘেরে-
   বসছে ক্ষমতার চেয়ারে,
কুরছিউন হতে সরে যেতে
    সুস্থ্য মস্তিষ্কে চাহে নারে।


বিশ্বাস যে আজ মরে গেছে-
     সোনার বাংলা হতে,
সবাই চায় ওই  লোভী টা
    যেতো যদি এখন মরে।