বিশ্বপতি রাজি হলে(২০৪৬)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৯-০২-২০২৩
--------------------------------
রাতের পরে দিন আসে
দিন জ্বলজ্বল করে,
দিনের আলো নাহি আসে
ওই  কবরের  ঘরে।


জগতের এই রঙ  মহলে
যতদিন দেখি আলো,
কবরের এই আজব ঘরে
স্থায়ীভাবে ভরা কালো।


স্বার্থের এই দিবা নিশিতে
জ্বলে সদা ঝাড়বাতি,
অন্ধকার ওই স্থায়ীঘরে
কালোরাতি চিরসাথী।


প্রভুর হুকুম পালন করে
যারা আলো জ্বালে,
কবর দেশের অন্ধাকারে
নসীব তাদের ভালে।ল


খুশু খুযু মন নিয়ে যদি
থাকো ইবাদতে মাতি,
বিশ্বপতি রাজি হলে বন্ধু
হয়তো পাবে তুমি গতি।