বিয়ের নাম বেদনা
এম,এ,সালাম
০২-০৭-২০


বিয়ের নাম বেদনা অনেকে বলে বেড়ায়
অপেরা দেখে এই কথাটি মনে যেন নাড়ায়।
বিয়ের আগে একাকী,মতামতও একটি
উদ্বার পড়ে দুজন হলে হিসাব চটি চটি।
জওজ ভাল কিছু করলেই এয়ো রেগে যায়
আবার না করলেও দয়িতা মনে কষ্ট পায়।
জায়া যে কি সব চায় পরিণেতা বুঝে না?
কর্তার অর্থের দিকে  ধনিকা তাকায় না।
ঘরনির আবদার থাকে শৌহর অষ্টদিকে
পতি মন না বুঝলে,অর্ধাঙ্গিনী যায় বেঁকে।
ক্ষেত্রীর অর্থ রক্ষার জন্য হও না কেন করা?
আসল কাজে থাকে কেন ভরণ্ডের মনমরা।
মাঝে মাঝে বলে দারা তুমি ভদ্রতা শিখনি
বেশী ভদ্র দেখাতে রেগে যায় সয্যাসঙ্গিনী।
পত্নীর বেশী সাজুগুজুর  প্রসংশা করে যখন
ইয়ার্কি করে বিবি বলে ভাল লাগে না তখন।
ভর্তা,মায়ের রান্নার প্রসংশা করে যখন যায়
এই কথাটি শুনার সাথে গিন্নি মনে কষ্ট পায়।
স্ত্রীকে ভালবাসলেও দোষ,না বাসলেও দোষ
কথায় কথায় মনের মাঝে পরে শুধু ঠোষ।