বিয়ের পিড়িতে (১৮০১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৬-২০২২
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে
এইতো কিছুক্ষণ পর,
সাজিয়ে রাখা হয়েছে হলুদের ঢালা
ফুলসজ্জার বাসর।


সাজিয়েছে হলুদ গাঁদায় কাঁচাফুলে
এয়ারকন্ডিশার নোয়া গাড়ি,
গানের সুরে তালে তালে ছুটছে গাড়ি
ছুটছে আপন মনে কনের বাড়ি।


এক বছরের লুকোচুরি সাধনা
সার্থক হলো আজ,
লাল শাড়িতে ঘুমটা মাথায়
অপরূপা কনের সাজ।


কাবিনের খাতা হাতে নিয়ে
কাজী সাব টেবিলে হাজির,
নতুন জামাই দেখতে সবাই
করছে লুকোচুরি ভীড়।


মঞ্চে বিয়ের কাজ সম্পন্ন হলো
পরিচিতির পর্বে ঘিরে রেখেছে চারিপাশ,
সীতাহার গলে পরছে কনে
বরটুপি জড়ির মালা বরের গলে।


ঢেকসেট বাজিয়ে সুর করছে সবাই
বিবাহে ভালবাসার গান,
এক বছরের লুকোচুরি সাধনার
হলো আজ অবসান।