বদলা
   এম,এ,সালাম
   ১৩-০২-১৮


হায়রে জাতি বাঙালী জাতি-
    দেখে নিবি আদি অন্ত,
৭১এর পাকিস্তানের দোসরদের
    শেষ করে দিবি ওদের দন্ত।


সুযোগ পেলে জানালা মেলে-
     ওদের অবস্থান দেখে নিবি,
একাত্তরে যা করেছে ওরা
   পারলে কঠোর হস্তে বলদা নিবি।


মুসলিম হয়ে যা করেছে ওরা-
     দেখলে বিবেক বোধ যায় উলটে,
ভাইয়ের খুনের স্মৃতি গুলো
     উহা না পাড়ি আজি ভুলতে।


বাঙালীরা খুব সাহসী জাতি-
    সব স্মৃতি আজ রেখেছে মনে,
পাকিস্তানের দোসদের বলদা নিবি
    সুযোগ পেলে জনে জনে।


একাত্তরের কথা মনে পড়িলে-
     আতকে উঠে মন প্রাণ,
জান থাকিতে ভুলিতে পারি না
    হত্যাযজ্ঞের মহা গান।