বদলে ফেলো মন (২০৭৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৩-২০২৩
****************************
মনটাকে সবে বদলে ফোলো
পরিবর্তন হবে দেশ,
সমাজের যত অপকর্ম আছে
পালিয়ে যাবে বিদেশ।


মনের ভিতর সকল খারাপিটা
যুলুম অত্যাচারের রেশ,
সকল শ্রেনীর মানুষের জীবন
সুখে কাটবে সবিশেষ।


সমাজের সব দূষিত আবহাওয়া
সকল খারাপি হবে দূর,
সম্প্রীতি , ভ্রাতৃত্ব ও উদরতার
বাজবে মানব মনে সুর।


জাত-পাতের বিবেদ থাকবে না
বহিবে মনের মাঝে মিল,
সুগন্ধি ফুলের সুবাস ছড়াবে
খারাপে জড়াবে না দিল।

দিলে শান্তি সুখের পরশ বইবে
সর্বদা রইবে মনে সুখ,
সমাজ ও দেশ হবে সুখের স্বর্গ
হৃদয়ে গর্বে ভরবে বুক।


মানুষ সম্প্রতি আর ঐক্যের বন্ধনে
থাকতে সবে কর অঙ্গীকার,
সুখময় জীবনের পাল তুলে দাও
মহানন্দে থাকবে জীবনভর।