বলিনি ভালোবাসার কথা (১৮৩২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৭-২০২২
------------------------------------
ওই যে খালের পাড়ে ছিল
কুরছিয়ার বড় বাড়ি,
ওই কুরছিয়ার ভালোবাসায়
মন নিলো যে কাড়ি।


আসা যাওয়ায় দেখা হতো
খালের পাকা ঘাটে,
পরে না যে চোখের পলক
আমায় সতত দেখে।


লাল শাড়িতে নুপুর পায়ে
হাতে সোনার চুড়,
দেখতে শ্বেত গায়ের বরণ
চেহারায় ঝড়ে নুর।


মাঝে মাঝে খালের পাড়ে
চুলমেলে যখন হাটে,
ওই কুরছিয়ার ছোঁয়া পেতে
বসি খালের ঘাটে।


হঠাৎ সেদিন নববধু সেজে
মাইক্রো গাড়িতে চড়ে,
সে আর নয়নে তাকিয়ে রয়
তার পলক নাহি পড়ে।


তাকে ভালোবাসি হয়নি বলা
দেখতাম চেয়ে চেয়ে,
সেও বুঝে নি মনের কথা
সে যে কেমন মেয়ে।


বাড়ি,কষ্ট নিয়ে চলে আসলাম
দেখি সেও দুঃখ পেলো,
এই ভালোবাসা মোদের অন্তরে
আবেগের দোলা দিলো।