বঞ্চিতদের অধিকার (২৩১৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-১১-২০২৩ ইং
==================
বিনা অধিকারে প্রভাব খাটিয়ে
নিষ্প্রায়োজনে খাঁটায়,
অহেতুক কেন কষ্ট দিয়ে ওদের?
আটকিয়ে রাখে বাটায়।
কর্মেক্ষেত্রে  মানবতা বুলোন্ঠিত
স্বাধীনতার নেই বালাই,
কেমন করে আজ যোগ্য লোককে
সমাজে অযোগ্য বলে চালাই।
আজ ক্ষমতা পেয়ে বিবেক বিকাও
নিজের স্বেচ্ছাচারিতার তরে,
তুমি একদিন নিজেই ক্ষতিগ্রস্ত হবে
কর্মে সকল ব্যক্তির অধিকারে।
স্বেচ্ছাচারিতার এমন সু-কৌশল সব
নিজের স্বার্থে প্রয়োগ করো,
কাহার মাল ভোগে বপুমোটা করছো
ব্যাংক ব্যালেন্স করছো বড়ো।
জনাব হক হালালের ধার ধারো না
নিজের বালাই ভোগের জন্য,
সব মানুষকে বিনা হিসেবে খাটিয়ে
তাদের স্বার্থ চুষে হও যে ধন্য।