বন্ধুর সঙ্গ জীবন (১৯৬৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)      
২৪-১১-২২
==========================                            
বন্ধু,আমার আর তোমার জীবন দুটো
একই বিঁনে সুতায় গাঁথা,
সকাল-সন্ধা একই সাথে চলি ফিরি
একই গোলক চক্করে বাঁধা।


বন্ধু,আমার দুঃখ যাতনায় কাঁদো তুমি
তোমার বেলায় মিটার শূন্য,
যেথায় তুমি যাওনা কেন,সাথে নিও
তোমার সঙ্গ পাইলেই ধন্য।


তোমার সংস্পর্শ পেয়ে বন্ধুত্বের হাটে
সব অচেনা পথ ঘুরে এলাম,
তার বদৌলতে তোমার খেদমতে
আমি সাধ্যহীনে নাহি দিলাম।


তুমি আর আমি মধুর সুরে গেয়ে যাবো
এইতো সহজ শর্তে ছিল কথা,
বন্ধু আমার শর্ত গুলো সব ভংগ করে
উল্টো নিজেই হেঠ করিল মাথা।


জীবন যুদ্ধে এক বন্ধু  আমায় করলো
অপূরণীয় ভীষন বড় ক্ষতি,
আমি তার ছলনায় ও ভ্যালে পরে যে
হারালাম সত্য সুন্দর গতি।


অন্য সকল বন্ধুরা আমায় মাঝে মাঝে
বিপদে সামনে এসে দাড়ায়,
সাহায্য সহযোগিতার আশ্বাস প্রতিজ্ঞায়
তার শক্ত হাতখানি বাড়ায়।
                            
অবশেষে বিবেচনা করে দেখলাম আমি
আমার সেই শ্রেষ্ঠ বন্ধু তুমি,
তোমার শেষ দেখাটা পাবার আশায়
তোমায় চেনাপথে খুঁজি আমি।


তোমায় এই দেখি আবার এই দেখি না
শুধু পিছনে পিছে দৌড়ি,
না পেয়ে আমি তোমায় সান্নিধ্যের জন্য
আমি পথে পথে কেঁদে মরি।