বনের বাঘে খায় না মনের বাঘে খায়(১৯৯০)
এম,এ,সালাম,(সুর ও ছন্দের কবি)
১৫-১২-২০২২
=====================
ভুলের দল চলরে সঠিক পথে
সব দুর্নীতি কর ত্যাগ,
তোর হৃদয় খাচ্ছে কুড়েকুড়ে
ভেবে দেখ  মনের বাঘ।


সকাল হলেই লোক ছুটিলে
ধান্ধা আসে যে মনে,
কাহারে ধরবি কাহারে মারবি
লুটিয়ে জানে মানে।


আদর করে সোগাগের বসে
কাছে পেতে যে চায়,
খায়েস মিটায় লুটপাট করে
জানটা কেড়ে নেয়।


ওরা থাকে ফ্লাইট বাড়িতে
সুখী ওদের জীবন,
ইচ্ছেমত গতর খাটায় যে
দেখেন নানা স্বপন।


অপরের মাথে বড়ই রেখে
খায়রে লবন দিয়ে,
মনের মধ্যে পুলিশ পুলিশ
উঠে যে উথলিয়ে।


অনেক কিছু ঘাটাঘাটি করিস
আর নয় ক্ষান্ত দে,
তোর মনের যে বাঘ ডুকেছে
তারে মুক্তি করে দে।


মনেতে নেই কোন ঝামেলা
ছুটবি খোলামেলা,
শেষ কালেতে বুঝবি মজা
যখন পরবে ঠেলা।