দুলালী যাবে পড়ের বাড়ি-
     বংশে আলো  জ্বালাবে কে?
ছেলে জন্মিলে বংশের আলো
      জ্বালিয়ে দিবে সে।


এমন ধারণা কল্পনা প্রসুত-
     দুলাল-দুলালী মায়ের গর্ভে,
জন্ম নিয়ে বড় হয়েছে, হবে
     চলিবে ওরা মহাদর্পে।


নারীর গর্ভে জন্ম নিয়েছে-
    তনয়-তনয়া সবে,
ছেলে-মেয়ে নিয়ে এত অহংকার
    কেন কর এই ভবে।


আত্মজ দুহিতা সবাই সমান-
     মায়ের আদরে হয়েছে বড়,
নন্দনকে কেন আপন ভাবিয়া?
    নন্দনীকে পর কেন কর?।


মা-বাবা উভয়ই সুখী হতে পাড়ে-
    সুত-সুতা উভয়ের দ্বারা,
মেয়ে যাবে  পড়ের বাড়ী চলে
    ছেলে জ্বালাবে পিত্রালয়ের আলা।