বড় লোকের চেতনা (১৯২৯)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৫-১০-২০২২
================
অর্থ বিত্ত অনেক আছে যাদের
তারাই সমাজে বড় লোক,
তামার বিষে সম্পদ শালিদের
কন্ট্রোলহীন তাদের মুখ।


গরীব দুঃখিদের মানুষ ভাবে না
যুলুম শোষন করতে চায়,
তদবির চেষ্টায় ব্যর্থ হলে তারা
পথ বেছে নেয় হিংস্রতায়।


সমাজকে তারা যেন তেন ভাবে
অর্থের অট্টালিকায় চড়ে,
দয়ামায়া মমতার ধার ধারে না
যাক সকল দুঃস্থরা মরে।


বিত্তশালীরা যদি ভদ্র লোক হয়
বুঝতো গরিবের কষ্ট দুঃখ,
আসতো ফিরে তাদের সংসারে
ধরায় সকল স্বর্গের সুখ।