বসন্তের রানী(২০৫২)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৫-০২-২০২৩
♥♥♥♥♥♥♥♥♥
বসন্তের রানী বাংলা আমার
পাতা গজায় রাশি রাশি,
কুয়াশা নেই রাতের আকাশে
শীত হলো পুরো বাশি।


এখন শীত শিশিরের ধরণীটা
কষ্টে কাটতে হয় না রাত,
হার কাপানো শীতের বাতাস
কাঁপে না যে মায়ের হাত।


দিন গড়ালে সূর্যের উষ্ণতা যে
তার মায়ের উপর  পরে,
ধরাটা আজ রবির আলোতে
মায়ের মুখে হাসি ধরে।


ধীরে ধীরে ওই রবির আলো
ছড়ায় আলোর মেলা,
বাংলা মায়ের বুকের ভিতর
করে যে শান্তির খেলা।


শিমুল গাছের লাল ফুলেতে
শালিক দোয়েল নাচে,
সকাল হলে উলঙ্গ গাছেতে
ঘুঘু পাখি  শাখে ডাকে।