বসন্তের রঙ লেগেছে
        এম,এ,সালাম
         ১৭-০২-২০


বসন্ত বলে ফুটেছে আজি-
   কাননে কত হাজারে ফুল,
পিপাসিত মনে শীত হারাতে
   মোর প্রিয়া উষ্ণ ব্যকুল।


কৃষ্ণচুড়ায় পড়েছি আজি-
    লাল সবুজের শাড়ী,
লাল শাড়ী পড়ে বই মেলাতে
    কত হাজারে হাজারে নারী।


উচাটন অলৌকিক আনন্দ ধারা-
   শিমুলেরই নগ্নচুড়ায় বসে,
সুর তুলে আজি কুহু কুহু তানে
   কোকিল সঙ্গী পাবার আশে।
  
কেউবা আবার ফাগুনের রঙে-
     হায়!পড়েছে বাসন্তী শাড়ী,
দখিনা বাতাসে দুলছে যে মন
    প্রেমের রঙ লেগেছে তারই।
  
মনের মাঝে বসন্তের আগুন-
   জ্বলে উঠেছে ফুল্কি দিয়ে,
ঝড়াপাতা আজি নিঃশ্বাস ছেড়েছে
    ফাগুনের দক্ষিনা হাওয়া পেয়ে।


কেহ আবার ঠোঁটে পড়েছে-
     লাল রঙের ঠোঁটপালিস,
নখের উপর কেহ আবার পড়েছে
     লাল সবুজের নেইলপালিস।