বৈশাখের তাপদাহ ( ২৪৯৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৫-২০২৪ ইং
================
আহা! কি গরম গরম?
হেরে যাচ্ছে লজ্জা শরম।
উত্তাপে চারিদিকে হাহাকার
উলঙ্গতায় গরমে একাকার।


গরমে ঘাম ঝড়ে দরদর
আহা! বুকটা করে ধরফর।
অধিক রাত,ঘুম নেই চোখে
লোডশেডিং শান্তি কে রোখে।


চেয়ে আছি আসবে কবে বৃষ্টি
আহা! এত্ত উত্তাপ কার সৃষ্টি।
কখন যে ঠান্ডা বাতাস বইবে?
কখন শরীরে শান্তি সুখ পাইবে।


সকলে মিলে অঙ্গিকার করি
ওরে! গাছ লাগাই সারিসারি।
কর্তন করবোনা যার যার বন
গড়বো সবুজ শ্যামল ভুবন।


আকাশ জুড়ে নামবে  বৃষ্টি
আহা!শস্য শ্যামলে ভরবে কৃষ্টি।
তখন শান্তিতে ছুঁয়ে যাবে মন
বৃক্ষের তলে গড়বো নিজের ভুবন।