আশা ছিল পাব বলে পূর্ণিমার ওই চাঁদ-
    সন্ধাকালে দেখি ছলনার ফাদ,
কেন তুমি রাগ করেছো মোদের সাথে?
নিকটাত্মীয় আচরণে খুশী নয় তাতে।


কোন ভরসায় হাটিলাম রে  ওই-
  কন্টক,অমানিশার দূরহ পথে,
যে পথে নেই বট বৃক্ষের ছায়াযুক্ত
বিশ্রামের আশ্রায়স্থল ভরসা তাতে।


রাগ করে তুমি সরিয়ে নিলে রে-
   মাথার উপরের কাল তাবু,
পরিকল্পনা কর নারে শেষ বেলাতে
   কি উপয়ায়ে করবে মোদের কাবু।


যেই দ্বারে যাই সেই দূয়ারে দেখায়-
  আশা ভরসার বহুমুখী মহাবানী,
চিন্তা চেতনা,ঘাম ঝড়ানো শ্রম
   অলৌকিক অরন্যেরোদন জানি।


বন্ধু, চর্মচোক্ষে সবই দেখতে পাই-
   নদীর পানি উলটো দিকে ধাবিত,
এমন কোন শক্তি পূরুষ নেই যে
  চলমান ধারা প্রবাহকে করবে রহিত।


ডাঙায় যদি নৌকা নিয়ে বৈঠা বায়-
তবে শ্রম ঘাম সবই তোমার বৃথা,
এখন সত্য কথার ভাত নেই বন্ধু
মিথ্যার ভারে নুয়ে সব সত্যই তিতা।