বয়সের দোষে (১৮২৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৭-২০২২
____________________
শিশু কালে গাছে ঢিলায় ফল পাড়া নেশা
মৌমাছির চাকে ঢিল ছুঁড়া শুধুই তামাসা,
মৌমাছি যখন হুল ফুটায় হয় চরম দুর্দশা
যাতায়াত বন্ধ বাসার পথে বাড়ি ঘুরে আসা।


কিশোরে হা ডু ডু, আর লুকোচুরি খেলা
দেখুন সময় মানেনা কথা বয়ে যায় বেলা,
গাছে গাছে বেঁধে দড়ি বেঁধে দোলনায় দোলা,
স্কুলের পড়া না হ'লে স্যারের শাস্তি কানমলা।


কৈশোর সময় কাটিয়ে দি যুব প্রেমে হাবুডুবু
গোঁফেগাঁফে ফিসফাস প্রেমালাপ ভয়ে জবুথবু,
প্রেমে মান অভিমান পালা  আড়ি হ'লে কাবু
বারবার কাটাকুটি লেখাজোখা হাবভাবে বাবু।


বুড়োকালে কথার রোমন্থন  কাটে বুড়ো বুড়ি
সেই পুরানো দিনের স্মৃতি মনে দেয় সুড়সুড়ি,
কাজে নয় শুধু কথার গল্প ছোঁড়ে মরার আগে
শক্তি নয় চাপার জোর মনের কোণে জাগে।