বয়ঃসন্ধিকালের প্রেম  (২৩৩৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-১১-২০২৩ ইং
*************************
বয়ঃসন্ধি কালে ভালো লাগে
প্রেমের খোস আলাপ,
প্রেমের বাগানে সুবাস ছড়ায়
ফোটে প্রেমের গোলাপ।


মেয়েদের দেখলে ভালো লাগে
ভালো লাগে তার কথা,
তাদের সাথে আলাপ চারিতা
প্রকাশ করি মনের ব্যথা।


মনের আয়নায় চেহারা ভাসে
স্বপ্নে দিন রাতের ঘুমে,
রঙিন কাগজে প্রেমের চিঠি
গোলাপি ঠোঁটের চুমে।


বইয়ের ভাজে প্রেমের চিরকুট
অজান্তে দিতাম গুজে,
তাহাকে আমি কত ভালোবাসি?
যেন সেই কথাটি বুঝে।


কত ইশারা ইংগিতে মনের ভাব?
প্রেম ভালোবাসা প্রকাশ,
আবেগ তাড়িত হয়ে বলে বেড়াই
ভালোবাসি এক আকাশ।


কত প্রেমের ছন্দ বইয়ের পাতায়?
লিখতাম মহা আনন্দে,
স্যারের কাছে নালিশে মাধ্যমে
পরিতাম পারিবারিক দ্বন্ধে।


ক্লাসের ফাঁকে  গোপনে গোপনে
করিতাম প্রেমের আলাপ,
কেহ দেখে আবার ভাইরাল করে
ফুল ফোটানো গোলাপ।