বুঝে না,অন্যকে খুঁজে না
     এম,এ,সালাম
      ০৭-০৭-২১
======================
যার কষ্ট আর দুঃখ তার বুকের মাঝে কাঁদে
অন্য লোকের কষ্ট বুঝতে অনেকটা বাধ সাধে।
যার কষ্টে সে ধুকে ধুকে মরুক এই নিয়ম চলে
পরিবার,সমাজ,মানুষ তাতে কি অনুভুতি  বলে।
টাকার গরমে,ভীষন চরমে অন্যের কষ্ট বুঝা দায়
নিজের খবর অন্যের নিতে কি-ইবা আসে যায়।
নিজের চেষ্টায় সব যদি হয় রাষ্ট্র জন্মিল কেন?
জন দরদী,সমাজ,রাষ্ট্র নায়ক কেন মূলায়ন হল।
পাহাড় পর্বতের জলধারা ছুটে মানব চাহিদা মেটায়
কত জলযান নদীতে চলে রোজ জোয়ার ভাটায়।
মেঘ হতে বৃষ্টি ধরায় পরে উদ্ভিদ জীবের তরে
শস্যকনা মিটায় চাহিদা,পৌছে মানুষের তরে ঘরে।
সৃষ্টির থেকে পেয়েও  মানুষ প্রশংসায় শূণ্য,
শ্রেষ্ঠ মানবরূপে জন্ম হয়েই জীবন কত ধন্য।
পেয়েই শুধু ধন্য জীবন দানে কেন কৃপনতা?
প্রতিদিনই গেয়ে যাও, আমার নেই এটা সেটা।
ক্ষতির ভাগী নিতে চায় না সুখ নিয়ে টানাটানি
ক্ষমতার জোরে চলে,দূর্বলের উপর মাস্তানি।
মানুষ, ভুলে গেলে চলবেনা হায়াত ক্ষণস্থায়ী
ওহে সুখের রাজ্য স্থায়ী নয়,সব কিছুই অস্থায়ী।
পরের কষ্ট বুঝে না সবাই, নিজের স্বার্থ চাই
মিছে মায়ার এই দুনিয়া সবাই দীনের ভাই ভাই।