বুকের মধ্যে কান্না(২০৭৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৩-২০২৩
-----------------------------------------
ইদানিং কেন জানি বুকের মধ্যে
একটি কান্নার শব্দ শুনি,
আমি নীরবে নিভৃতে কান পেতে
শুনেছি কাঁদে আর কাঁদে।


বুঝে আসে না কেন এত কষ্টরা
বুকের মধ্যে হা-হাকার করে,
কিন্তু বুকে শূন্যেতা যে দুর হয় না
মনে হচ্ছে কি যেন হারিয়েছি।


হৃদ মাঝারে কেন এ মরণ যন্ত্রনা?
মৃত্য হাত ছানিতে ডাকিতেছে,
কখন যে সেই মৃত্যুর ফেরেস্তা
পরোয়ানা নিয়ে দুয়ারে দাড়ায়।


কষ্টে বুকটা আমার ফেটে যায়রে
জোড়া লাগবে না জীবনে,
দাউদাউ করে জ্বলছে আগুন
সহ্য হয় না আর পরাণে।