কুসুম তুমি ভুলনা আমায়-
     আষাঢ়ের বৃষ্টির দিনে,
অঝড় ধারায় বৃষ্টি হচ্ছে,
      পথ চল দেখে শুনে।
রিম ঝিমিয়ে বৃষ্টি পড়ছে-
     শব্দে টাপুর টুপুর,
তোমার পায়ে দুলছে নাকি,
      রুপার পড়া নুপুর।
ভুলে নাকি খালি মাথায়-
      ছাতা রেখে বাড়ী,
ভুল বশতঃ বৃষ্টির সাথে,
     দেওনা তুমি আড়ি।
কুসুম তোমায় দেখলেই আমার-
     মনের মাঝে কষ্ট বাড়ে,
তোমার কথা সদা সর্বদা,
     ভাবি এ বিরলে।
তুমি যাচ্ছ দূর পথে বুঝি-
     আপন মানুষ ফেলে,
অপবাদ তুমি দেওনা গো,
     তোমার পবিত্র মুখে।
খোপায় পড়া রক্ত জবা-
     চোঁখে কাজল কাল,
আলতা রাঙা নুপুর পায়ে,
    কত যে লাগে ভাল।
যাবার বেলা পিছু ফিরে-
     কি দেখতেছ তুমি,
মায়ায় পড়া মুখটি তোমার-
    ঘুরিয়ে নিবে না জানি।
তোমায় দেখে আঁখি টলমল-
    অশ্রু সামলিয়ে রাখা দায়,
কোন সে পথে খুজে পাব,
     একটু বল না আমায়।