আমার জমাট বাধা সব কষ্টটুকু-
   ভোরের শিশিরে ধুয়ে যেত,
মনের কোনের  বিন্দু ব্যাথারা
  সূর্যের আলোতে না জাগিত।


কাহারো কাছে বলতে পারি না-
     হৃদয়ের ব্যাথার কথা,
বলতে গেলেও বিবেকের কাছে
     ধোকায় পড়ে যাই যথা।


বেলার শেষে হেলায় অবেলায়-
     টানা পোড়াণে পড়ে যাই,
ব্যাথার পাহার মনে পড়লেই
     হারিয়ে ফেলে সব খেই।


তিলে তিলে আজ শয়ে শয়ে-
    সবই বৃথা, যা করেছি ভবে,
এখন আর দেখি না রঙ্গিন স্বপ্ন
   মন হতে ধুয়ে মুছে গেছে কবে।


বিদায় লগনে ব্যাথা নিয়ে বুকে-
   চলে যাব না ফেরার দেশে,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা
    বিদায় দিবেন হেসে হেসে।


জীবন দিয়ে  হলেও চেষ্টা করেছি-
     একটু সফলতার জন্য,
কষ্টের বিনিময়ে কি পেলাম আজ
      আটকে গেলাম সেই অরণ্যে।