চক্রান্তের বীজ বুনছে (২৩৯৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০১-২০২৪ ইং তাং
===================
চক্রান্তে আবার মেতে উঠেছে
শুনি হৈচৈ শোরগোল,
কেহর সুখ কেউ মানতে চায় না
ফের বাঁধাবে গন্ডগোল।


ফের মিত্রের জন্য শত্রু প্রয়োগে
চক্রান্তের নকশা আঁকছে,
বাঘ মারতে পহলান পাঠাবেন
স্পেশাল কার্তুজ হাকছেন।


রাজনীতির মাঠ এভাবে চললে
গোলা বারুদ হবে শূন্য,
ওই শত্রুপক্ষের ভিত্তি মজবুত
ওরা অট্টহাসিতে ধন্য।


মনে রাখুন ব্যক্তির চেয়ে দল বড়
দলের চেয়ে বড় দেশ,
আপনাদের ওই স্বার্থ চরিতার্থে
স্থানীয় রাজনীতি শেষ।


ভাইরা মানুষকে মূল্যায়ন করুন
দেশের স্বার্থে ত্যাগী হয়ে,
চক্রান্ত থেকে বেরিয়ে আসুন
নিজের অস্তিত্ব যাবে ক্ষয়ে।