চলছে ঝড়ো হাওয়া (২০৮১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৩-২০২৩
=========================
একটার পর একটা ঝড় হাওয়া এসে
আমাকে লন্ডপন্ড করে দিয়ে যায়,
ক্ষুদ্র এ পরিশ্রমে সহিতে যে পারি না
এতো ঝড় ঝাপটা কেন যে মাথায়।


প্রতিদিন এমনি ছোট ছোট ঝড় আসে
আমার অবস্থানের চারিদিক হতে,
এই ঝড়ের মোকাবেলা করতে গিয়ে
আমি নাস্তানাবুদ কেল্লাফতে।


ঝড়ের প্রকোপ সহে না আর পরাণে
সদা  দিক বিদিক হারিয়ে ফেলি,
মোকাবেলা করতে গিয়ে কষ্টের কথা
এখন কাহার কাছে গিয়ে বলি।


কাছের পরিবেশের সহানুভূতি নাইরে
ভুক্তভোগীর মাথার উপর বহে,
ঝড়ের কথা বলতেও পারি না কারে
ধৈর্য্য ধরে আত্মবিশ্বাসটা রহে।


আমার স্বজন কুজন কেউ বুঝে না
এতবড় সর্বনাশের জ্বালাটা,
মানসিক ঝড়টি যখনই বহে যায়
অন্ধকারে কে জ্বালাবে আলোটা।