চলার পথে (১৮০৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৬-২০২২
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
জীবনে চলার পথে আছে বাঁধা বিঘ্ন শত
একাগ্রচিত্তে চলতে হবে আসুক বাধা যত।
চলার পথ সহজ সরল নয় মসৃণ-কন্টকহীনে
প্রতিজ্ঞায় অটুট থেকে চলতে হবে পথচিনে।
চলমান পথে ঝুঝতে হবে কঠিন বাস্তবতা
অকারণেই করতে হবে হজম কঠিন কথা।
ফুল সয্যায় নয় বিছানো জীবন চলার পথে
জয়ীর জন্য ন‍্যায় ও সত‍্য রাখতে হবে সাথে।
নিয়ম-নীতি সময় মনোবল আর সরলতা নিয়ে,
নিজের স্বার্থে নয়তো কেবল অন‍্যে শান্তি দিয়ে।
আপন স্বার্থ বিলিন করে তাই পরকে তৃপ্ত করা,
ভাবুন তবেই হবে জীবন ধন্য শান্তি পূর্ণ ধরা।