চাষির কপাল (২০৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৩-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
তুমি কেমন বৃষ্টি দিলে প্রভু?
বরগুনার বালিয়াতলীর মাটিতে,
সোনার ফসল তরমুজ ডুবছে
তোমার নেয়ামতের পানিতে।


তুমি চাষির দিকে চেয়ে দেখো
ওদের কষ্টে ক্ষোভে বুক ভাসছে,
ওরা এখন কার কাছে যাইবে
শুধু অধিক শোকে কাঁদছে।


প্রভু তুমি কি তামাশা দেখছো?
আজ প্রবল ভারী বৃষ্টি দিয়ে,
চাষির এমন ক্ষতি কেমন করে
ওদের দিবেন আপনি পুষিয়ে।


চাষির মনের যত আশা ভরসা
বৃষ্টিতে সব যে বেস্তে গেলো,
এত কষ্ট ও ঋণী হওয়ার পরও
চাষিরা কি রিজিক পেলো?


চাষির ঘুম নেই খাওয়াও নেই
পানি নিষ্কাশন নিয়ে ব্যস্ত,
তুমি মেঘের দ্বারা বৃষ্টি বর্ষিয়ে
ক্ষেতকে করেছো হেস্তনেস্ত।


প্রভু তুমি তো অসীম করুনাময়
তুমি মরাগাছেও ফল দাও,
তাতে তো তোমার ক্ষতি হবে না
তুমি করুনার হাত বাড়াও।


মাথা গোজার ঠাঁই করে  দাও
ঋণ মুক্তির ব্যবস্থা করো,
প্রভু তুমি তো 'কুন ফাইয়া কুন'
ওদের শান্তির ব্যবস্থা করো।