চা'য়ের সুখ
এম,এ,সালাম
১৯-০১-২১
----------------------
মাঘের কনকনে শীতে ভাই
গরম ঘন ঘন চা খাই,
কাপে নয় মাটির ভাঁড়েতে তাই
তুলনা যে তার নাই।


শীত ক্লান্তি সব দূরে হয়ে যায়
   মনটা তো চাঙ্গা হয়,
গরম চায়ে কাজেতে ধৈর্য্য রয়
   ফুড়ফুড়ে মনটা রয়।


শীতে মনের খুশিতে সারা দিন
   ভাঁড়েতে চা টা নিন,
তা না হলে থাকবে  তৃপ্তি হীন
   বসে রবে সুখ বিহীন।


শরীর  মন  যদি সুস্থ্য চান
    শীত সকালে চা খান,
মনের খুশীতে  গেয়ে গান
    মুখে দিন জর্দা পান।


সকাল  সন্ধার   সুখ টানে
    লিকার খান হাল্কা লবনে,
কাজের গতি বাড়াতে চান
    গাভীর দুধের চা  খান।