চাইলেও পারি না (২২০১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৭-২০২৩ ইং
===================
শুধু সাধ আছে সাধ্য নেই
তর্কে জড়াতে চাই না,
সমাজের এই ন্যাংটা দ্বন্ধের
কোন উত্তর দিতে চাইনা।


সত্যি কথা বলতে গেলে
হামলা মামলা আসে তেড়ে,
সাধ সাধ্য থাকার পরেও
থাকি মুখে কষ্টিপ মেরে।


ঘটছে যাহা এই সমাজে
তাহা কি দেখার মত?
আফসুস লাগে মুখে ব্যথা
মনে দীর্ঘ দিনের ক্ষত।


বলতে গেলে রেগে মেগে যায়
আমার ভাই, বাপ,বেটা,
বিচারক তো কিছু বলে না
আরে তুই বলার কেডা।


নিজের খাওয়া খাইয়া বেটা
তোর পাছা জ্বলায় ক্যা,
নিজের ঘাড়ে কত দাদ ক্ষত
তা কি তোর চোখে পড়ে না।