চেয়ে আছি পন্থপানে
        এম,এ,সালাম
তুমি আসবে বলে চেয়ে আছি-
         হাস্যেজ্জোল মনে,
তুমি না আসিলে মনের কথা
        বলিব কাহার শনে।


চেয়েই আছি প্রহর গুনেছি-
    ওই সুনীল পন্থপানে,
তোমায় না দেখাতে পাড়ায়
    চোঁখের কোনে অশ্রুজমে।


কতদিনের স্বাদ মিটাতে চাই-
      মহামিলন মেলায়,
হেলায় অবেলায় সব হারিয়ে
      পরিলাম মহাজ্বালায়।


দিনের আলোতে আসতে যদি-
     লজ্জা পাও গো তুমি,
সন্ধাকালের সুখ তারা হয়ে
      দেখা দেওগো তুমি।


মনে হইতেছে ওই দেখতেছি-
       কিন্তু কোথাও দেখিনা,
মনের কাছে প্রশ্ন করেও
       কোন উত্তর মিলছে না।


রাগ করেছো সোনা মানিক-
      অবুঝ মনের সাথে,
তোমার জন্য এই অবেলায়
     আশায় আছি বসে।


তোমাকে একটু দেখার জন্য-
     মনের মাঝে কত আশা,
আশায় আশায় সব হারাইলাম
     কষ্টে বেঁধেছে বাসা।


সাত রাজার ধন হাতের কাছে-
     পেয়েও পেলাম না,
ভাগ্যের চাকা পাঞ্চার হয়েছে
      জেনেও জানলাম না।