ছিকল ভেঙ্গে যাব আমি
       এম,এ,সালাম


কতটা উদ্ভট চিন্তায় চিন্তিত প্রাণ-
বিলিয়ে দিব লজ্জা, শরম, মান,  
অনুক্ত কথা বলেই যাব সতত
আসবে তুফান, ভাঙব বাঁধা।


বাধা আসুক যত জটলা বেধে-
ভঙ্গুল হৃদে ইচ্ছেদের অভিমান!
তুফনের গলি ফেলে দিয়ে,
  ছুটবো ওই আপন মনে তোর পানে।


পাঠিয়ে দেয়া চিরকুটটি আজ-
মুক্ত হবে খামের কারাগার হতে,
প্রকাশিবে আপন মনে তার কথা
    ছিকল ছিড়ে ছুটবে হেতা।
                      
বাধ্য হয়ে পড়বে তুমি, ঠিক না?
আমার জোর জবরদস্তিতে,
  দেখিব আমি চেয়ে চেয়ে
তোর ভালবাসার বদলা নিতে।


আমি তোমাতে হারিয়ে ভূলে যাই-
  তোমাকে কিচ্ছু বলার নেই,
তারপরও তোমাকে বলতে চাই
   বাধার ছিকল ভেঙ্গে দিয়ে।


লাল শাড়ীতে সেজে এসো-
  শেষ বিকেলের রোদে,
দেখবো তোমায় আগের মত
   প্রেম ভালবাসার ফাদে।


তোমার অফুরন্ত অলস সময়ে-
  আমার আবদারী কথাগুলো,
মনের কোনে ঊকি  দিচ্ছে
ভীতূ ইচ্ছেরা মরেছে শতবার।


ইচ্ছেরা সব সাহস নিয়েও-
বলতে পারেনি সাহসের কথা,
   আজ ইচ্ছেরা সাহসী হয়েছে
চার দেয়াল ভেঙ্গে যথাতথা।


এবার তোমায় সুধাবো বলে-
    চল শিশির ভেজা ঘাসে,
নুপুরপড়ে এসো বেআব্রু পায়ে
     দেখি কে এ বাঁধা রুখে।


আজ আমি যে পাগল হবো-
ইচ্ছে পাখীটারে মুক্তি দিবো,
স্নিগ্ধ সকালে পরিশ্রন্ত দুপুরে
যে যার কথা শুধুই বলে যাব।


এলোকেশে খোলা আকাশে-
     গোধূলীতে হাতটি ধরে,
শেষ বিকালের প্রেম কুড়াবো
কানের কাছে চুপিচুপি করে।


ওরে মন তুই কথা শোন-
      ভাল যখন বেসেছি ওরে,
ছিকল ছিরে ছুটবিরে তুই
      আপন মনে ওই যে নীড়ে।


আবেগী মনে ছুটব আমি-
   দিগন্তেরা সাক্ষী হবে,
নীল আকাশের শুভ্র মেঘে,
    চেয়ে দেখে হাসি পাবে।


তুমি তখনও কি নীরব রবে?
  কত কাল, জমাট বাঁধা কষ্ট ভেঙ্গে-
তোমার মলিন মুখে হাসি ফুটাবো
ভালবাসার ঋণ মিটিয়ে দিব।