চিতাটা জ্বলছিলো(২০৪০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০২-২০২৩
🌨🌩🌨🌩🌨🌩🌨🌩🌨🌩
রাতটা কেটে গেলে ফুটবে ফুলটা
মৌমাছি উড়ে  গিয়ে লুটবে মধুটা,
ঘুমটা ভেঙ্গে গিয়ে রাঙিবে মনটা
কুয়াশায় আড়ি দিয়ে ছুটিবে বধুটা।


বায়ুটা বয়েছিল, সকালটা হয়েছিল
কুয়াশা ভরাছিলো বউটা ছুটেছিলো,
আলোটা বেড়েছিলো,কুয়াশা সরেছিল,
বাগানে ফুলছিলো,মালিটা তুলছিলো।


বায়ুটা বয়েছিলো, ভোরটা হইছিলো
লাঙ্গল কাধে লইছিলো গরু সাথেছিলো,
নিকটে মই ছিলো দু,হাতে লইছিলো
হালটা জুরেছিলো দাগটা চষেছিলো।


কাইটো ধরছিলো,কাজটা করছিলো
মইটা সরছিলো,বালাটা ধরেছিলো,
কাছেই ঘরছিলো,সেখানে উঠছিলো
সকলে ধরছিলো সেখানে বরছিলো।


বালাটা আসছিলো,কাশিটা বাড়ছিলো
ফাগুন মাসছিলো আঁখিতে ভাসছিলো,
শ্বশানে লাশছিলো,লাশের রাশছিলো
সূর্যটা বাড়ছিলো, আগুন হাসছিলো।


চিতাটা জ্বলছিলো,লোকের ভীরছিলো
হিয়াটা টলছিলো, প্রাণটা গলছিলো,
বেলাটা টলেছিলো, সূর্যটা ঢলেছিলো
অন্ধকার আসছিলো,রাতটা হয়েছিলো।