স্বপন ছাড়া হয় কি মানুষ?
   জ্ঞানীরা বলো দেখি ভাই,
চোখের স্বপ্ন বুকে সাহস
    একটু বাঁচার আশা চাই?


ঝগড়ুটেপনা একই নীড়ে
    সুজন মিলে করে,
কলিশন  করে চলে গিয়ে
    আবডালে ফিরে ঘরে।


পাশের বসে কান্না করে
   পত্তন কায়ার সাথী,
সুজন ছাড়া অভাব ঘরে
    বন্ধ সুখের বাতি।


একটু খানি সুখের লাগি-
   নয়নে স্বপ্ন আঁকে,
স্বেদন জড়ানো কষ্ট করে
    সুখটা চলে বাঁকে।


নারী হয়ে সাজে দেখো-
  দেখতে রুপের খনি,
মাসটা শেষে সংসারেতে
   লোচনে স্বপ্নের খনি।