শিক্ষাই জাতির মেরুদণ্ড-
    শিক্ষাই ব্যক্তি বিকাশের মান,
শিক্ষা ছাড়া মানব জীবন,
       শুধু  অবমুল্যায়ন।


সুশিক্ষায় শিক্ষিত হলে-
     জাতির মান বাড়ে,
কু-শিক্ষায় শিক্ষিত হলে
     ব্যক্তিত্বের মান কমে।


আদর্শ শিক্ষা গ্রহন করে-
    গড়ব সোনার দেশ,
শিক্ষার আলো জ্বালিয়ে দিয়ে
     নাম কুড়াবো বেশ।


মেরুদন্ড ছাড়া মানুষ যেমন-
    গোস্তের যবু থবু,
শিক্ষা ছাড়া ব্যক্তি তেমন
     শুধু বাবু বাবু।


মেরুদণ্ড ছাড়া কোন মানুষ-
      চলা চলের নয়,
শিক্ষা ছাড়া মানুষ শুধু,
      সমাজের বোঝা হয়।


লেখা পড়া করে যারা-
   গাড়ী  ঘোড়ায় চলে তারা,
অন্যেরা সব আফসুস করে,
    বলে ভাগ্য আছে যা।


দেশকে যদি দেখাতে  চাও-
       বিশ্বের কাছে সেরা
লেখা পড়া করার বিকল্প নেই
    শিক্ষাত জাতি বিশ্বের কাছে সেরা।