ছড়া- বিদুৎ টিপস (২২২১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৮-২০২৩ ইং
==============
রাত বাজে তিনটা
গরমে বাঁচি না,
বিদ্যুৎ নেই যে তাই
হাতপাখা যাঁচি না।


বিছানায় এপাশ ওপাশ
ছটপট করিতেছি,
বিদ্যুৎ নাকি লোডশেডিং
আমি তাই মরিতেছি।


আসে আসে আসবে বলে
ধৈর্য্য যে ধরে না,
আমি গরমেরে ছাড়তে চাই
গরম যে ছাড়ে না।


এই যদি হয় রাতের বেলা
দিনে হইবে কেমন?
সেই চিন্তায় ঘুম আসে না
কবিতা লিখি কেমন।


বলতে বলতে বিদুৎ আসছে
ফোনটা ছেড়ে তাই,
কবিতা লিখা বাদ দিয়ে
এখন একটু ঘুমাই।