চোরের মায়ের বড় গলা
     এম এ সালাম
          ০৬-১০-১৯


দেশে, বড় চোরে বিচার করে-
    ছোট চোরকে দেয় সাজা,
সমাজে, পুকুর চুরি করে বলে
    আমি দেশের রাজা।


বড় জেনাখোর বিচার করে-
       আজ ছিচকা জেনাখোরের,
আবার,সমাজে সুপরামর্শ দেয়
       দোষ দেখে না নিজ ঘরের।


দেশ উন্নতি হয়েছে সঠিক-
     হয়নি নীতির পরিবর্তন,
কাম ঘটাইলো বড় বাবুজি
      বিচার হলো মনের মতন।


কোথায় আছি কোথায় যাব?
      চোরে লাগাইছে সাধু,
ক,দিন আগেই ওই সাধু যে
      রাখীর চুরি করছে কদু।


সাধুর দানের হাত এত্ত বড়-
     দানে সবাইকে টপকিয়ে,
দেখছি হাইট্টা মুইট্টার ঘটিবাটি
      সাধু সব নিচ্ছে লুটিয়ে।


অনেক বড় বড় কথার ঝুড়ি-
     মুখে মিষ্টি মধুর হাসি,
হায়! বাসি মুখে নীতি বাক্য
     বলে রাশি রাশি।


সাপ হয়ে সাধু, ছোবল মারে-
    ওযা হইয়া জারে,
টেরা চোঁখে  নজরে পড়লে
      দেখছি তারে নাহি ছাড়ে।