ছোট্ট রাতের বড় সুখ
      এম,এ,সালাম
      ২৮-০৬-১৯


ঊনত্রিশে মে ঊনিশ শত নব্বই-
    রাতটি ছিল সবচেয়ে ছোট,
প্রাপ্তি ও সুখ ছিল কানায় কানায়
     অপেক্ষা পালা ছিল ভারী।
    
সুখের রাত একবারই আসে-
    রাতটি পেতে বিশ লেগেছে,
নির্ঘুমের বড়রাত ছিল মহানন্দের
   রাতের সুখ দিনকে ছুঁইয়েছে।


যে রাতের গল্প ছিল মধুরতার-
    সম্পূর্ন শৈশব কৈশর নিয়ে,
নারীদের দুটি গুনের কথা শুনেছি
     যাহা এখানে লিখলাম না।


ছোট রাতের গল্প যে এতবড়-
     আলোই কেড়ে নিয়েছে গল্প,
যে পেয়েছে রাত সেই বুঝেছে
     সমাপ্তিতে দিন বদলের পালা।