চৈত্রের মেঘ
এম,এ,সালাম
২৮-০৩-২১
----------------------
রাতের আকাশ মেঘে ভরা
কোথাও নেই তাঁরা,
যারা এখনো লক্ষ্য করেন নি
চেয়ে দেখেন তারা।


দিনের বেলা গরম পরে
কমে সন্ধার পরে,
ভোর রাতে শীতের আমেজ
ঘুমাই কষ্ট করে।


ভোর রাত্রে কুয়াশায় ঘেরা,
শূন্য জায়গা ভরে,
ফলের মুকুল আমের বৌল
যায় যে শুধু ঝরে।


রবি চাষীরা চেয়ে আছে
বৃষ্টির পানির জন্য,
এই মুহুর্তে  বৃষ্টি হইলে
তরমুজ চাষী ধন্য।


আকাশেতে মেঘের ভেলা
রাতে ছুটাছুটি করে,
মাঠঘাট ফেটে চৌচিরাকার
বৃক্ষ নির্জীবতায় মরে।


রাতে দেখায় আশার আলো
দিনে সূর্যের আলো,
ধরার সব জীব জানোয়ার
কোথায় যাবে বলো?