চতুষ্পদী মন
এম,এ,সালাম
   ১৯-০৪-২১
==============
যৌতুক লোভী কৌতুক করে
বায়না ধরে পণ,
স্বার্থের জন্য লোভী মানুষের
চতুষ্পদী পশু মন।


সমাজের উপর দোষ চাপিয়ে
লুকায় যারা পাপ,
সন্নাসীর মত থাকলে কি আর?
মনটা রবে সাফ।


অন্যের আঁতে ঘা লাগিয়ে
চিন্তায় যারা মত্ত,
তাদের মুখে বের হবে কি?
আসল কথা সত্য।


অন্যের মনে জায়গা পেতে
সুবুদ্ধি থাকা চাই,
ভাল কর্মের মাঝেই সতত
সম্মান খুঁজে পাই।


পরের সুখ দুঃখের ভাগি হতে
মনটা যাদের কাঁদে,
মানুষের মত বেঁচে  থাকার
হৃদ মাঝারে  সাঁধে।
________________________
ইফতারবাদ,মনসাতলী
    বরগুনা সদর।