নিজের নাক কেটে যে জন-
   অন্যের যাত্রা ভংগে থাকে ব্যস্ত,
ভেবে দেখিলে বুঝিতে পারিবে
     সে যে ক্রিমিনাল বড় মস্ত।


যার পিছনে লেগে যায়-
    সে পড়ে যায় জটিলতায়,
তার নামটি লিখে সে যে
     মহা ক্রিমিনালের খাতায়।


অধুনা ক্রিমিনাল যাহা করিতেছে-
    সবই উগ্র মনোভাবের,
তার জন্য সব জটিল আকার
    নেই কোন জবাব এর।


বিবেকের কাছে প্রশ্ন করো-
    তুই কেমন প্রকৃতির মানুষ,
তোর কুবুদ্ধিতে ভাল মানুষের
     হারিয়ে ফেলে তার হুস।