দালালের খপ্পরে
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০২-২২
=====================
জমি,হালের গরু বিক্রি করে
আয়ে প্রবাসে যাবে বলে,
দালালে মধুর মধুর কত কথা
স্বার্থে বলে গেল চলে।

দালালের কথায় বিশ্বাস জন্মে
ভাবলাম নিজের ভাই,
সর্ব শেষে দালালের সু-চক্রান্তে
আমি যে ধোঁকা খাই।

দালাল সুচারুরুপে বলে গেল
মাসে মোটা বেতন পাবে,
যার কারণে সুখীর জীবনের
জন্য বিদেশেতে যাবে।

স্বল্প মূল্যে সম্পত্তি ও গরু
বাজারে বিক্রি দিলাম,
আপন ভেবে ওই দালালকে
সব টাকা দিয়ে দিলাম।

কয়দিন পরে খোঁজ নেই তার
হলাম যে দিশেহারা,
বিষয় সম্পত্তি ও গরু হারিয়ে
হইলাম যে দেশ ছাড়া।

একটু সুখের জন্য কম দামে
আজ গরু বিক্রি করি,
মনের কোণে একটি আশা
পরিবারকে সুখী করি।

আমার মত প্রলোভনে পরে
এমন করবেন না কেউ,
না চিনে কেউ মধুর ভাষায়
টাকা দিবেন না কেউ।