দামী বাটপার (১৮৯৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৯-২০২২
================
বাটপারের কদর বেড়েছে
অভিনয় করনে চেতা,
অদামী লোক বাটপারি তে
হয় অনবিজ্ঞের নেতা।


অপাত্রে সে তেল মারিয়ে
কাজ হাসিলে ব্যস্ত,
বাটপারের খপ্পরে পরিলে
ধন-মান হারায় সমস্ত।


সকাল হলেই কর্মে লাগে
বাটপারি মন নিয়ে,
স্বার্থ হাসিল করার জন্য
দেয় মনুষ্যত্ব বিকিয়ে।


নেক সুরাতে ধোঁকা দিয়ে
মন যে কেড়ে নেয়,


মুর্খ অভিজ্ঞ যাত্রী হয় যে
বাটপারের নৌকায়।


বাটপারিই চালান  চোতা
মধুর প্রাঞ্জল ভাষা,
এমন দামী বাটপারের কাছে
কি করন যায় আশা।


সহজ সরল বিজ্ঞ-অভিজ্ঞরা
তাহার পিছনে ঘোরে,
যার কারণেই দামী বাটপার
সবাই ডাকছে ওরে।