সোনার ধানের মৌ মৌ গন্ধে-
   গাঁয়ের বাতাস দোলে,
সবুজ গাঁয়ের মাঠখানি আজ
  নেচে গেয়ে প্রাণ খুলে।


হেমন্ত এসেছে শীত নেমেছে-
    কৃষাণীর বেড়েছে কাজ,
সকাল হতে সন্ধা নাগাদ
     একের পর এক কাজ।


মন মেতেছে পাকাধান দেখে-
   নয়ন-বদনে সুখের হাসি,
নবান্নের উৎসবে মাতোয়ারা
   পিতামতা, মাসি আর পিসি।


রাত্র হলে পাঁতিশিয়াল ডাকে-
    মাঠের পড়ে হুররে হুয়া,
দাওয়ায় বসে খুলখুলিয়ে কাশে
   পানের ঢালা নিয়ে দাদীবুয়া।


কৃষকের মনে আনন্দের উৎছাস-
    কৃষক বধুর মনে হাসি,
প্রতিবছরের চেয়ে ফলন এবার
    শতে শতেগুন বেশী।


ধান বিক্রি করে পিরণ লইবে-
    আনন্দে নাচিবে মন,
গাঁয়ের কৃষকের মনে কত্তহাসি
    দেখে গোলায় ভরা ধান।