ধার করা বুদ্ধি (২১৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৬-২৩ ইং
===========
বুদ্ধি যদি ঘটে না থাকে
ধার করা বুদ্ধিতে চলে,
এই লোককে সমাজের
নাকি জ্ঞানীগুণী বলে।


মাঝে মাঝে বিকাতে চায়
বুদ্ধির কিছু অংশ,
কেহ বলে যদি কিনে আনো
হইবি সমুলে ধ্বংস।


চোরে চোরে মাস্তুত ভাই
বুদ্ধির প্রসংশা করে,
এক চোরে চুরি করলেও
অন্য চোরে তারে ধরে।


বুদ্ধি নাকি বাপের বড়
যদি ঘটে বুদ্ধি থাকে,
বিপদ থেকে পার পাবে
ছাড় নিজের থেকে।