ধারণা পরিবর্তন (২০৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের  কবি)
১৪-০৩-২০২৩
========================
আমরা মুসলিম ভালো কাজ বলতে
আলেম ওলামাদের কাজকে বুঝি,
তাইতো তাদের নসিয়ত বয়ান সহ
কত ফিকহ,র ফেরকা যে খুঁজি?


উত্তম আদালত তাকে বলা যায় না
নিজ হাতে জিহবা কাটা নয়,
নিজেই আদালত নিজেই বিচারক
এতে কি জাতির সেবা হয়।


আলেমদের ঐক্য অনেক সম্মানের
ইহাই জাতির বিবেক  দর্পন,
সাম্য একতা নিয়ে নেই মাথাব্যথা
শুধু বিশৃঙখলা করেছে অর্পণ।


বলছি ডেকে ও ওলামা মাশায়েখ
তোমরা কর সিস্টেম পরিবর্তন,
বাংলায় কায়েম হবে সুন্দর সমাজ
মুসলিম জাহান পাবে পরিত্রান।