দেহের বাজেট (১৮৭১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৮-২০২২
***************************
যৌবনে যে আগুন জ্বলছে মনের আগ্নেয়গিরিতে
বিয়ের বয়স হয় নি তবুও বসছে বিয়ের পিরিতে।
মনের আগুন জ্বলে দিগুণ মনের আবেগ বাড়লে
নিভানোটা বড়ই কঠিন দেহে সুড়সুড়িটা ছাড়লে।
দেহে আগ্রহটা বাড়তে থাকে নিক্তির মিটারস্কেলে
মুখ বুজে আর থাকে নারে ভাবের কথা যায় বলে।
প্রেমে পরার,বিয়ে বসার মেয়ের ভাবসাবটা দেখলে
চলন বলন রাত্রী যাপনে বুঝবেন কিছুটা শিখলে।
ভুলে ভরা এই জীবনটা দুঃখ বেদনার জড়ানো বুক
ভুলে পরলে পদে পদে চরম আঘাত পায়না মনে সুখ।
যৌবন জোয়ারে আগুন জ্বলছে কেমন করে নিভায়।
অকাল পক্ক কিশোরীরা উদ্বাহ করে দেহের ক্ষুধা মিটায়।