দেশ শাসনের ঘোরে (২৪০৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০২-২০২৪ ইং তাং
==================
দেশ বাঙালির রীতি নীতি
বদলে গেছে আইন ভীতি
বাজারে দ্রব্যমূল্যের আগুন,
অসহায় ক্রেতা কষ্টে মরে
ভুগছে তারা কামাই ঘোরে
পিয়াজ চিনির দাম দ্বিগুণ।


রোজ মজুরি করে তারা
হাতাশ মন'টা দিশেহারা
কষ্টে ক্ষোভে সংসার চলে,
সমাজ নেতার অবহেলা
সিন্ডিকেটের লীলাখেলা
দেশটা গেলো রসাতলে।


ওই বঙ্গ বন্ধুর স্বাধীন দেশে
নেতা ডুকছে সাধুর বেশে
খাচ্ছে যে যার মত লুটে,
রডের বদলে বাঁশ দিয়েছে
হ্রদটা তাদের পাপে ভরছে
স্বার্থে মিথ্যার পিছে ছুটে।


স্বার্থের লোভে পাগল হয়ে
সমাজ দেশ যাচ্ছে ক্ষয়ে
স্মরণ ভুলে নিয়ম নীতি,
দেশের স্বার্থে হও হুশিয়ার
করোনা এই চোরা কারবার
দেখাও সমাজ দেশ প্রীতি।
  
স্বার্থের তোড়ে চোর ডুকেছে
মান সন্মান সব ঠুঁকেছে,
ওই সুযোগ সন্ধানীর বেশে,
সময় থাকতে ভাগাও তাদের
সমালোচনা আসছে যাদের
নচেৎ দল রসাতলে শেষে।


রচনার সময়:- ২৮-০১-২০২৪ ইং,নিজ বাসভবন
                       মনসাতলী,দেশের উদ্দেশ্য।