দেশ ভাবনা -১  (২২১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৭-২০২৩ ইং
*******************
দ্রব্যের  মূল্য ঊর্ধ্বগতি
কি কিনিব ভাই?
আমার সাধ্য কুলায় না
যাহা কিনতে যাই।


বপুটা খাই খাই করছে
বাঁচতে হবে তাই,
পকেট খালি,তাই  বলি
অন্য উপয় নাই।


সব সব্জীর দাম বেশী
মূল্য যে খুবই চরা,
অল্প পয়সায় কাজ করে
থাকে যে মনমরা।


বিশ্ব বাজারে ধ্বস নামছে
কাজের বাজার শূন্য,
শ্রম ছাড়া টাকা জোগারে
নেই যে উপয় ভিন্ন।


সব মানুষ কাজের তাগিদে
এদিক ওদিক ছোটে,
শ্রমের মূল্য যেভাবে আছে
তাই নাহি পায় মোটে।


দ্রব্যের মূল্যের মত কাজের
মূল্যের দাম নাহি পাই,
ঝগড়া ঝাঁটিতে দিন চলে
শান্তি কোথাও নাই।


রোজ সকালে বউ যে বলে
বাজার আনতে হবে,
কয়েক টাকা পকেটে নিয়ে
বাজারে গেলাম তবে।


কাঁচা বাজারের অবস্থা দেখে
মনের মাঝে বহে ঝড়,
মাছের বাজারে গিয়ে দেখি যে
মাছের গায়ে যে জ্বর।


মুদি দোকানের সব পন্যেতে
আগুন জ্বলিতেছে সেই,
কাঁচা মরিচ বারোশা টাকা
কেনার উপয় যে নেই।


স্বল্প আয়ের মানুষ জনের
হইলো আহ!রে দুর্গতি
বাজার দরে লোপ পাইলো
আমার মস্তক মতি।


চাকুরী জীবিদের কথা নাহি
আর কহিলাম ভাই,
বেতন বাড়লে দরো বাড়ে
টানাপোড়েন নাই।