দিবসের সুখ কেড়ে নিল
       এম,এ,সালাম
        ২৬-০৩-২০


স্বাধীন দেশে বালা এসে-
    দিবস পালন নেই,
করোনায় যে স্বাধীনতা সুখ
    কাইড়া নিল তাই।


ঘরের ভিতর স্বাধীনতা-
   বাহিরে দেখছি পরাধীন,
নিজের খেয়ে নিজের পড়ে
   থাকছি করোনার অধীন।


করোনার বালা চীন হতে-
    ছড়িয়ে ছিটিয়ে গেল,
প্রবাসী বাঙ্গালীরা এখন
    করোনা নিয়ে এলো।


মনের ভিতর বিরাজ করছে
    এখন স্বাধীনতার সুখ,
আজ কেন যে পালন নয়'রে
    তাই মনের কোণে দুঃখ।


হায়! করোনা এমন সময়
   আসলি মোদের মাঝে,
মহান দিবস পালন না করায়
    মন বাঙালীর কাঁদে।


স্বাধীন দেশে বিরাজ করছে
    করোনার স্বাধীনতা,
করোনার কারণে বিশ্ববাসীর
    নেই যে স্বাধীনতা।
    
বিশ্বের শিক্ষার্থীরা বিপদগামী  
   নেই যে ক্লাস টিচিং,
ব্যক্তিগত শিক্ষালয় সহ
    সব বন্ধ হচ্ছে কোচিং।