দ্বিচারণ (২০২১)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৫-০১-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
তুমি দ্বিচারণ  করো যদি
পাবে অনেক দুঃখ,
সারাজীবন জ্বলে  মরবে
পাবে না কোন সুখ।


সাময়িক সুখ পাবার জন্য
আশনাই থাকো ব্যস্ত,
স্ত্রীর  মনের অজান্তে তুমি
পাপাচারে লিপ্ত মস্ত।


পরকীয়াবতি যে  বড় জ্বালা
একদিন পড়বে বিপদে,
মান ইজ্জত সব ধুলায় যাবে
তুমি থাকবে আপদে।


তুমি পরকীয়াপ্রেম করো যদি
তবে স্ত্রী হবে মহারাগ,
সেই সাথে তো শৌহর আছে
বলবো না আর যাক।


অবৈধপ্রনয় ক্ষতি করে যে
একজন ব্যক্তি বিশেষে,
এই পরিবার তো আছে বটে
তোমার সাথে সমাজে।


শব্দার্থঃ দ্বিচারণ --পরকিয়া
              আশনাই-- পরোপ্রেম